অধিক দামে মাস্ক বিক্রি!! এক প্রতিষ্ঠান কে জরিমানা।
মহাপরিচালক (অতিঃ সচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনাব বাবলু কুমার সাহা মহোদয়ের আদেশক্রমে, মান্যবর জেলা প্রশাসক, মানিকগঞ্জ জনাব এস. এম. ফেরদৌস স্যারের নির্দেশনায় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ সচিব) জনাব মনজুর মোহাম্মাদ শাহরিয়ার স্যারের সার্বিক তত্বাবধায়নে আজ ১০ মার্চ্ ২০২০ ইং তারিখে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান রুমেল।
গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ রফিক সড়কের পাশে লক্ষী মন্ডপ পট্টিতে অবস্থিত “মা বস্ত্রালয়” নামক প্রতিষ্ঠানে ফেইস মাস্ক অধিক মূল্যে বিক্রয় করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় অত্র প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার শহীদ রফিক সড়কে অবস্থিত “সুজন জেনারেল ষ্টোরে” অভিযানে মেয়াদ উত্তীণ প্রসাধনী, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাকি দেয়া বিদেশী কসমেটিকস বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় অত্র প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে প্রচুর সংখ্যক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জনাব মোশাররফ হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর, সদর উপজেলা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানিকগঞ্জ ।
বি.দ্র: যে কোন মোড়কজাত পণ্য ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য এবং বিদেশী পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমদানিকারকের স্টিকার দেখে পণ্য ক্রয় করতে ক্রেতা সাধারণকে অনুরোধ করা হলো।
সচেতনতায়: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS